ঢাকাবৃহস্পতিবার , ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আগস্ট থেকে ৫৫ লাখ দরিদ্র পরিবার পাবে ১৫ টাকায় চাল

Link Copied!

ঢাকা, ১৫ জুলাই ২০২৪ – সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির নতুন সিদ্ধান্ত মোতাবেক আগস্ট মাস থেকে দেশের ৫৫ লাখ নিম্ন আয়ের পরিবারকে কেজিপ্রতি মাত্র ১৫ টাকায় চাল দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সরকার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এই বিশেষ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে।

প্রধান বৈশিষ্ট্য:

  • ৬ মাস মেয়াদি কর্মসূচি (আগস্ট-নভেম্বর ও ফেব্রুয়ারি-মার্চ)
  • ডিসেম্বর ও জানুয়ারিতে বন্ধ থাকবে বিতরণ
  • ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির প্রস্তুতি
  • বেসরকারি খাতে ৫ লাখ মেট্রিক টন আমদানি অনুমোদন

খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চলতি বছরের সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপদেষ্টা মজুমদার বলেন, “বর্তমানে আমাদের খাদ্য মজুদ সন্তোষজনক পর্যায়ে আছে। তবে আসন্ন বন্যা মৌসুম ও বৈশ্বিক মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি।”

আমদানি প্রস্তুতি:
সরকারি পর্যায়ে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। একইসাথে বেসরকারি খাতে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হচ্ছে।

আজকের সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ সময়োপযোগী সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত বছর একই ধরনের কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছিল। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৫৫ লাখ পরিবারে উন্নীত করা হয়েছে।