ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ – নিবন্ধনের জন্য আবেদনকারী ১৪৪টি রাজনৈতিক দলই নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। এ পরিস্থিতিতে কমিশন দলগুলিকে ১৫ দিনের মধ্যে ঘাটতি পূরণের সুযোগ দিয়েছে। ইতিমধ্যে ৬২টি দলকে চিঠি পাঠানো হয়েছে এবং শিগগিরই বাকি ৮২টি দলকেও একই নির্দেশনা দেওয়া হবে।
ইসির প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ হয়নি কোনো দল
মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ সাংবাদিকদের জানান, নিবন্ধনের আবেদন পর্যালোচনায় কোনো দলই মৌলিক শর্ত পূরণ করতে পারেনি। তিনি বলেন, “প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে না পারায় সবাইকে ঘাটতি পূরণের অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে।” নিবন্ধন চেয়ে ১৪৪টি দল মোট ১৪৭টি আবেদন জমা দিয়েছিল। গত ২০ এপ্রিল পর্যন্ত আবেদন আহ্বান করা হলেও পরে সময় বাড়িয়ে ২২ জুন করা হয়।
নিবন্ধনের শর্ত কী?
রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কঠোর শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যালোচনায় আবেদনকারী কোনো দলই এসব শর্ত পূরণ করতে পারেনি।
পরবর্তী ধাপ কী?
নিবন্ধন প্রক্রিয়ার পর্যায়গুলো হলো:
১. আবেদন জমা ও প্রাথমিক যাচাই।
২. সরেজমিন তদন্ত করে দলের সাংগঠনিক কাঠামো ও ভোটার সমর্থন যাচাই।
৩. আপত্তি থাকলে শুনানি, না থাকলে নিবন্ধন সনদ প্রদান।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল নিবন্ধন পেলেও আদালতের নির্দেশ বা শর্ত লঙ্ঘনের কারণে জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপার নিবন্ধন বাতিল হয়। পরবর্তীতে আদালতের রায়ে জামায়াত ও জাগপার নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করেছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে ঘাটতি পূরণ না করলে দলগুলোর আবেদন নাকচ হয়ে যেতে পারে। নিবন্ধন না পেলে এসব দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে বিধিনিষেধের মুখোমুখি হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com