ঢাকা, ১৬ আগস্ট, ২০২৫: চীনের প্রধান কূটনীতিক আগামী সপ্তাহে ভারত সফর করবেন, যেখানে তারা দুই দেশের যৌথ সীমান্ত সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সেইসঙ্গে, পাঁচ বছর ধরে স্থগিত থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন যে, ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফরে আসবেন এবং ২৪তম বিশেষ প্রতিনিধিদলের বৈঠকে অংশগ্রহণ করবেন। এই সফর পাঁচ বছর আগে সীমান্তে সংঘটিত প্রাণঘাতী সংঘর্ষের পর বন্ধ হওয়া সীমান্ত বাণিজ্য পুনরূদ্ধারে নতুন দিগন্ত খুলতে পারে।
উত্তরাখণ্ডের লিপুলেখ পাস, হিমাচল প্রদেশের শিপকি লা, ও সিকিমের নাথু লা—এই তিনটি অঞ্চলের মাধ্যমে সীমান্ত বাণিজ্য সম্প্রতি আবার চালু করার চেষ্টা চলছে। ভারত ও চীন উভয় পক্ষই এই বাণিজ্যকে তাদের সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ৩১ লাখ ডলারের বাণিজ্য ঘটে এই সীমান্ত এলাকায়, যদিও ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এটি বন্ধ হয়ে যায়।
এই উদ্যোগের পেছনে রয়েছে বৈশ্বিক বাণিজ্য ও ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপট, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে তৈরি হওয়া চাপ। সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার প্রচেষ্টা ভারত-চীনের সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, সরাসরি ফ্লাইট চালু করা ও পর্যটক ভিসা প্রদানসহ বিভিন্ন সংস্কার পরিকল্পনাও চলছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'দেশের মধ্যে এই কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। তবে, সীমান্ত ইস্যু সমাধানে দু'দেশের মধ্যে যথাযথ সমঝোতা না হওয়া পর্যন্ত এই সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হওয়া সম্ভব নয়। তবে চলতি আলোচনা ও সফরগুলি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com