রাজধানীর উত্তরা থেকে ৪৮ ঘণ্টার অধিক সময় ধরে নিখোঁজ রয়েছেন উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ। এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার লিখেছেন, এই দীর্ঘ সময়ের নিখোঁজ থাকা পরিস্থিতি শুধু উদ্বেগজনকই নয়, বরং ভীতিরও কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাসনাত এ ঘটনার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, ৫ আগস্টের পরবর্তীতে দেশের নিরাপত্তা ব্যবস্থা যেভাবে ধীরে ধীরে ভঙ্গুর হচ্ছে, তাতে প্রথমবারের মতো এমন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। তিনি আরও অভিযোগ করেছেন যে, একজন নাগরিক হিসেবে মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন ব্যর্থ এবং এই ঘটনায় সরকারের ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কর্মকাণ্ড টালবাহানির পর্যায়ে পৌঁছেছে।
অপরদিকে, গণমাধ্যমের নীরবতা বিষয়েও তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, গণমাধ্যমের নিরবতা এমন পরিস্থিতিতে পুরনো রাজনৈতিক ভয়ের সংস্কৃতি ফেরাবার সম্ভাবনা তৈরি করছে, যা আগামী দিনে সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করবে। এই নীরবতা প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে বলে টেনেছেন তিনি।
বিষয়টি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অনিশ্চয়তার সঙ্গে যুক্ত করে বিশ্লেষকমণ্ডলী মনে করেন, নিখোঁজের মতো ঘটনা দেশে রাজনৈতিক সহিংসতা ও বাধাগ্রস্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি নতুন মাত্রা যোগ করছে। নিরাপত্তা মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত ও নিষ্ঠার সঙ্গে কাজ করার তাগিদ দেওয়া হচ্ছে।
এখনো পর্যন্ত কে. এম. মামুনুর রশিদের খোঁজ মেলেনি এবং তার পরিবারের পক্ষ থেকে সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। এই নিখোঁজের ঘটনাটি দেশের মানবাধিকার সুরক্ষা এবং রাজনৈতিক স্বাধীনতার ওপর নানা প্রশ্ন তোলে। কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন এবং তদন্ত ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com