ঢাকাবুধবার , ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে ভোগান্তির অবসান: দলিল রেজিস্ট্রি করার সঙ্গেই নামজারি

Link Copied!

অবশেষে ভূমি মালিকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান আসছে। বর্তমান আলাদাভাবে নামজারি আবেদন করার পদ্ধতি বাতিল করা হবে। নতুন স্বয়ংক্রিয় নামজারি (অটোমেশন) প্রক্রিয়ায় দলিল রেজিস্ট্রি করার সঙ্গে সঙ্গে নামজারি সম্পন্ন হবে।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ব্যবস্থা ইতোমধ্যে দেশের ৩০টিরও বেশি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে সফলভাবে চালু হয়েছে এবং এখন সারাদেশে বিস্তার লাভ করবে। ভূমি রেজিস্ট্রি করার সময় জমির মালিক ও ক্রেতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে—দাতা আসল মালিক কিনা, জমিতে বিরোধ আছে কিনা, জমাখারিজ বা খতিয়ান হালনাগাদ আছে কিনা—সবকিছু একসঙ্গে নিশ্চিত হবে।

এই যাচাই শেষ হওয়ার পর ভূমি অফিস থেকে ‘গ্রিন সিগন্যাল’ পাঠানো হবে এবং সঙ্গে সঙ্গে নতুন মালিকের নামে নামজারি সম্পন্ন হবে। অর্থাৎ আলাদা কোনো আবেদন বা সময়ময় দৌড়ঝাঁপ আর লাগবে না।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই স্বয়ংক্রিয় নামজারি প্রক্রিয়া দুর্নীতি ও হয়রানির সুযোগ বন্ধ করবে। আগে যেখানে আবেদন, ঘুষ, দেরি ও অস্পষ্টতার কারণে বছরের পর বছর ভোগান্তি হত, এখন দলিল রেজিস্ট্রি করলেই ভূমি মালিকরা খতিয়ান, হোল্ডিং নম্বর ও খাজনা প্রদানের পূর্ণাঙ্গ কাগজপত্র একসঙ্গে পাবেন।

ভূমি উপদেষ্টা জানান, “এই বছরের মধ্যেই ভূমি মালিকরা নতুন প্রক্রিয়ার সুফল পাবেন। এটি কার্যকর হলে নামজারি সংক্রান্ত দুর্নীতি, দেরি ও হয়রানি চিরতরে বন্ধ হবে।”

নতুন ব্যবস্থাটির মাধ্যমে ভূমি অফিসে দীর্ঘদিন ধরে জমে থাকা আবেদন ও জনগণের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে।