ক্রীড়া ডেস্ক : ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শুভসূচনা করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের জোড়া ফিফটিতে আফগানিস্তানকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে সাকিব বাহিনী। এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।.
শনিবার বিকেলে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, শনিবার বেলা ১১টায় ভারতের ধর্মশালায় বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সাকিব আল হাসান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৭.২ ওভারে ১৫৬ রান গুটিয়ে যায় আফগান বাহিনী। জবাবে ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপে নিজেদেরে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস উপহার দেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হাসান শান্ত। ব্যাটিংয়ে ৭২ বলে মিরাজ ৫৭ রান করে ম্যাচসেরার পুরস্কার পান। ৫৭ রানের ইনিংসে ৫টি চারের মার রয়েছে বাংলাদেশি এই অলরাউন্ডারের। ৮৩ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ রান করে অপারজিত থাকেন শান্ত।