ঢাকাশনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের সমস্ত অপরাধযজ্ঞের মূলে রয়েছে মার্কিন সমর্থন: মাহাথির মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

মালোশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যত বর্বরতা চালাচ্ছে তার পেছনে রয়েছে তেল আবিবের প্রতি আমেরিকার অকুন্ঠ সমর্থন।

গতকাল (বৃহস্পতিবার) এক্স পেইজে দেয়া এক পোস্টে মাহাথির মোহাম্মদ বলেন, “মূল বিষয় হলো যে, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের পক্ষ থেকে সংঘটিত সমস্ত নৃশংসতা তেল আবিবের প্রতি মার্কিন সমর্থন থেকে উদ্ভূত।”

তিনি বলেন, “মার্কিন সরকার যদি ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহার করে এবং ইসরাইল সরকারকে সমস্ত সামরিক সহায়তা বন্ধ করে, তাহলে ইসরাইল নির্বিঘ্নে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা এবং চালাতে পারবে না।”

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, গাজার হাসপাতালে ফিলিস্তিনিরা ভুলক্রমে রকেট হামলা চালিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ হাস্যকর এবং অযৌক্তিক।