ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

“ডাঙ্কি”- বিদেশে যাওয়ার মোহ যাদের তাদের নিয়েই সিনেমাটি

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বলিউড কিং শাহরুখ খান অভিনীত ও রাজকুমার হিরানী পরিচালতি ‘ডাঙ্কি’ সিনেমাটি মুক্তি পেয়েছে আজ। চলতি বছর পরপর দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেয়ার পর ‘ডাঙ্কি’ দিয়ে হ্যাটট্রিক করতে চলেছেন কিং খান, সেই আভাসই মিলল সিনেমা মুক্তির প্রথম প্রহরেই।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কাক ডাকা ভোরেই ভারতের বিভিন্ন প্রদেশে মুক্তি পায় সিনেমাটি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, ডিসেম্বরের ঠান্ডার কারণেই প্রেক্ষাগৃহে অনুরাগীদের উন্মাদনা এবার একটু কম ছিল। তবে এদিন সকাল ছয়টায় যারা ডাঙ্কি-র প্রথম শো দেখেছেন, তারা নিজেদের প্রতিক্রিয়ায় সিনেমাটি নিয়ে তাদের উচ্ছ্বাস ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। যেখানে অধিকাংশই শাহরুখের প্রতি আবারও মুগ্ধতার কথা বলেছেন। তবে অনেকে হতাশার সুর তুলে বলেছেন, শাহরুখ-তাপসীর কেমেস্ট্রি পর্দায় সেভাবে জমেনি। এসআরকে ফ্যান ট্রেন্ডস পেজের পক্ষ থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও দেয়া হয়েছে। ভিডিওতে দেখা যায়, ডাঙ্কি-র ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য পড়ে গিয়েছে লম্বা লাইন। তখনও ঠিক করে সূর্যের আলোও আসেনি আকাশে। কিন্তু জনতার ভিড় দেখে কে বুঝবে তা!

জালালা নামে একটি এক্সে শেয়ার করা হয়, শাহরুখের কাট আউটের সামনে উদযাপনের ছবি। ক্যাপশনে লেখা, সকাল ৫টা বেজে ১৫ মিনিট। শীতের কনকনে ঠান্ডা। যদিও তা শাহরুখ ভক্তদের আটকাতে পারেনি ডাঙ্কির উদযাপনের থেকে। একই ছবি ছিল পাঠান ও জওয়ানের সময়েও।

এদিকে রাজকুমার হিরানীর সাথে শাহরুখ খানের এটি প্রথম ছবি। আর প্রথম ছবিতেই যে বড় সাফল্য আসবে তাতে কোনো সন্দেহ নেই। এর আগে রাজকুমার হিরানী আমির খানের সঙ্গে একাধিক ছবি করেছেন। সেগুলো সাফল্যও পেয়েছে। সে কারণে এই ছবিকে কেন্দ্র করে একটু বেশি আশা ছিল শাহরুখ অনুরাগীদের।

জানা গেছে, এক শ্রেণির ভারতীয় যাদের বিদেশে যাওয়ার মোহ থাকে তাদের নিয়েই তৈরি করা হয়েছে ‘ডাঙ্কি’ সিনেমাটি। যারা মনে করেন, বিদেশের জীবন ভালো ভারতের থেকে। কিন্তু বাস্তবে সেখানে পৌঁছে বুঝতে পারেন কতটা কঠিন জীবন। সেই গল্প নিয়েই এগিয়েছে ‘ডাঙ্কি’।

সেন্সর বোর্ড প্রথম দেখার পরেই স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। এ সিনেমা প্রযোজনা করেছে শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমায় শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।