ঢাকাবুধবার , ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে পুলিশ স্টেশনে আগুন

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৭, ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্ব লন্ডনের ফরেস্ট গেইট এলাকার পুলিশ স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণাত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

স্থানীয় সময় বুধবার বিকেলে আগুনের সংবাদে ঘটনাস্থলে ছুটে আসেন ১৭৫ জন ফায়ারসার্ভিসকর্মী। তারা ভবনের ছাদ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে।

৩০টি ফায়ার ইঞ্জিনের সহায়তায় আগুন পাশের ভবনে ছড়ানো আগেই নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সময় ওই ভবনে অন্তত ৬০ জন লোক ছিলেন। তাদের সবাইকে বের করে আনা হয়েছে।

আগুনের সংবাদ পাওয়ার পর লন্ডনের মেয়র সাদিক খান স্থানীয়দের উদ্দেশে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন। যেখানে তিনি বলেন, স্থানীয়দের ওই এলাকাটি আপাতত এড়িয়ে চলা উচিত।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রমফোর্ড রোডের ফরেস্ট গেটে পুলিশ স্টেশন থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তারাই তখন দ্রুত জরুরি সেবা নম্বরে কল করেন।

আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনও জানা যায়নি। তবে, নিউহ্যাম পুলিশের কমান্ডার কাইল গর্ডন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

সুত্রঃ স্কাই নিউজ