ঢাকারবিবার , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মায়ানমারে আর্থিক পরিস্থিতি ভয়াবহ, যৌন কাজে চিকিৎসক, নার্সসহ অন্যরা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান গৃহযুদ্ধ দেশটির অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, নার্সসহ পেশাজীবীদের জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম আর্থিক সংকটের কারণে, অনেক পেশাজীবী বাধ্য হচ্ছেন তাদের সম্মানজনক পেশা ছাড়তে এবং টিকে থাকার তাগিদে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়তে।

খবরে জানা গেছে, অনেক নারী চিকিৎসক ও নার্স বাধ্য হয়ে দেহব্যবসায় জড়াচ্ছেন, যা তাদের মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সমাজে নতুন সংকট সৃষ্টি করছে। শুধু মিয়ানমার নয়, বাংলাদেশের কিছু এলাকাতেও এমন ঘটনা সামনে এসেছে। বিশেষত, কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। নাইট ডিউটির আড়ালে এসব স্থানে নারীদের দিয়ে দেহব্যবসা করানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। পেশাজীবীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সমাজের নৈতিক কাঠামো বজায় রাখতে এ ধরনের সমস্যা সমাধানে সচেতনতা ও সমন্বিত উদ্যোগ অপরিহার্য।