ঢাকাশুক্রবার , ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড একটি পরিচয় পত্র

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

অনেকেই জানতে চেয়েছেন প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড কি। আপনিও যদি এ ব্যাপারে জানার জন্য আগ্রহী থাকে তাহলে নিচে পুরো লেখাটি মনোযোগ সহকারে পড়ুন। এতে করে এই সংক্রান্ত যাবতীয় তথ্য গুলি জানতে পারবেন।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড কি

এটি একটি পরিচয় পত্র যেটি সাংবাদিকদেরকে প্রদান করা হয়ে থাকে। এই কার্ডের মাধ্যমে একজন জার্নালিস্ট খবর সংগ্রহের জন্য কোন স্থানে বা প্রতিষ্ঠানের প্রবেশের জন্য পারমিশন পায়। মূলত এটি যে কোন দেশের সরকার অথবা সাংবাদিক সমিতি থেকে ইস্যু করা হয় ও প্রদান করা হয়। সংক্ষিপ্ত আকারে ইংরেজিতে PID-card বলা হয় ।

একজন সাংবাদিকের পরিচয়, যোগ্যতা, কাজের জন্য বৈধ প্রমাণপত্র হিসেবে বিবেচনা হয় এটিকে। যেমন আপনি বিদেশ ভ্রমণ করতে চাইলে অবশ্যই ভিসা এবং পাসপোর্ট লাগবেই। এর মাধ্যমে আপনি ওপর একটি দেশে থাকার, ভ্রমণ করার এবং কাজ করার সুযোগ পেয়ে থাকেন।

যেহেতু একজন সাংবাদিককে বিভিন্ন স্থানে এবং প্রতিষ্ঠানে যেতে হয় খবর সংগ্রহের উদ্দেশ্যে তাই তার অবশ্যই একটি পরিচয় পত্র থাকা আবশ্যক। যার জন্য সরকার এবং কর্তৃপক্ষ এই কার্ডটি প্রদান করে থাকে।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের সুবিধা এবং কার্যাবলী (press accreditation card)

১। খবর সংগ্রহ জন্য বিভিন্ন ধরনের সরকারি অফিস, খেলাধুলা কিংবা সাংস্কৃতিক ইভেন্ট, আদালত ইত্যাদি স্থানে প্রবেশের অনুমতির জন্য এটি ব্যবহার করা হয়।

২। একজন সাংবাদিকের পরিচয় নিশ্চিত এবং পেশার প্রমাণ হিসেবেও এটি নানা জায়গায় ব্যবহার করে থাকে একজন জার্নালিস্ট। এতে করে অন্যান্য সাধারণ মানুষ তাকে সাহায্য করার জন্য উৎসাহিত বোধ করে।

৩। বাংলাদেশের সরকারি, বেসরকারি অনেক সাংবাদিক রয়েছেন যারা বিদেশেও খবর সংগ্রহের কাজে নিয়োজিত থাকেন। তাই এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি পরিচয় পত্র।

৪। আপনারা হয়তোবা বিভিন্ন খবরে দেখেছেন ভুয়া সাংবাদিকদের দৌরাত্ব্য। তাই বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা অর্জনের লক্ষ্যেও কর্মীরা এই কার্ড দেখিয়ে প্রবেশের অনুমতি গ্রহণ করতে পারে।

যেকোনো দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য সাংবাদিকরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ তারা দেশের বিভিন্ন ধরনের অনিয়ম, অপরাধ ইত্যাদি সম্পর্কে সাধারণ জনগণকে খবর সংগ্রহ করে নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু কিছু অসাধু লোক রয়েছে যারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করার চেষ্টা করে। তাইতো সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে এই সকল কার্ডের ব্যবস্থা করা হয়েছে।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড কিভাবে পাওয়া যায়

একজন যোগ্য সাংবাদিক তার প্রতিষ্ঠান অথবা সরকারের মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। পেশাগত তথ্য প্রদান, যোগ্যতা ইত্যাদি প্রয়োজনীয় নথিপত্র বিবেচনা করে এটি প্রদান করা হয়ে থাকে।