ঢাকাশনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার থেকে আমদানিকরা ২২ হাজার মেট্রিক টন চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
জানুয়ারি ১৭, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম, ১৭ জানুয়ারী, ২০২৫: আজ শুক্রবার চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানিকৃত ২২ হাজার মেট্রিক টন আতপ চালের জাহাজ ‘এমভি গোল্ডেন স্টার’ পৌঁছেছে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। চাল আমদানির এই প্রকল্পটি জি টু জি ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে, যা দুই দেশের সরকারের মধ্যে সরাসরি চুক্তির মাধ্যমে পরিচালিত হয়।

তথ্য বিবরণীতে জানানো হয়, চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এই চাল দ্রুত সারা দেশে বিতরণের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

আমদানিকৃত এই চাল দেশের খাদ্য নিরাপত্তায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের মতে, মিয়ানমার থেকে আমদানিকৃত এই চালের গুণগত মান উচ্চমানের, যা দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন।