ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে এ্যালেক্স কাউন্টসের রচনা ‘স্মল লোনস, বিগ ড্রিমস’। গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাউন্টস এই গ্রন্থে বাংলাদেশে ক্ষুদ্রঋণ আন্দোলনের ইতিহাস ও ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা বিশদভাবে উপস্থাপন করেছেন। বইটির এশীয় সংস্করণ এই প্রথম বইমেলায় ইউপিএল প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।
গ্রন্থটিতে ক্ষুদ্রঋণের মাধ্যমে প্রান্তিক নারীদের আর্থিক স্বাধীনতা অর্জন ও জীবন পরিবর্তনের গল্প বর্ণিত হয়েছে। এছাড়া, গ্রামীণ ব্যাংকের রূপান্তরমূলক পদক্ষেপ, যেমন—অর্থনৈতিক মন্দা ও পরিবেশগত সংকট মোকাবিলায় তাদের অভিযোজনশীলতা সম্পর্কে বিশ্লেষণ যুক্ত হয়েছে। লেখক সমালোচকদের অভিযোগের জবাব দিয়েছেন এবং ড. ইউনূসের দূরদর্শী চিন্তাভাবনার গভীর প্রভাব ব্যাখ্যা করেছেন।
ইউপিএল-এর পরিচালক মাহরুখ মহিউদ্দিন জানান, বইমেলায় ড. ইউনূসের রচিত তিনটি গ্রন্থ ও সম্পাদিত একটি সংকলনও পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ‘ব্যাংকার টু দ্য পুওর’, ‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’ এবং ‘বিল্ডিং সোশ্যাল বিজনেস’। এছাড়া, কাউন্টসের আরেকটি বই ‘মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এন্ড দ্য গ্লোবাল মাইক্রো-ফাইন্যান্স রিভ্যুলেশন’-ও উপস্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, কাউন্টস ১৯৯৭ সালে ড. ইউনূসের সহযোগিতায় গ্রামীণ ফাউন্ডেশন গড়ে তোলেন এবং দীর্ঘকাল এর নেতৃত্ব দেন। তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জন এফ. কেনেডি স্মারক পুরস্কার লাভ করেন। তার এই গ্রন্থে ক্ষুদ্রঋণকে বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য কমানোর হাতিয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে।
বইমেলায় ইউপিএল-এর স্টলে ইতিপূর্বে প্রকাশিত ড. ইউনূস ও ক্ষুদ্রঋণ বিষয়ক আরও বেশ কিছু গ্রন্থ পাঠকদের জন্য রাখা হয়েছে। নতুন সংস্করণে যুক্ত অংশগুলোতে সময়ের সঙ্গে গ্রামীণ ব্যাংকের বিবর্তন ও টেকসই উন্নয়নে এর ভূমিকা গভীরভাবে আলোচিত হয়েছে ।