ঢাকাবুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তা ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। কনসার্টটি শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কনসার্টের মাত্র একদিন আগে, বৃহস্পতিবার রাতে আয়োজকরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে আপাতত এই জমকালো গানের আসর স্থগিত করা হয়েছে। তবে খুব শীঘ্রই নতুন তারিখসহ বিস্তারিত তথ্য জানানো হবে বলে আয়োজকরা আশ্বাস দিয়েছেন।

এই কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস। এছাড়াও কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল এবং সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ আরও অনেকের।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে যারা নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেই দেশীয় শিল্পীদের নিয়ে এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। আয়োজক কর্তৃপক্ষ খুব শীঘ্রই কনসার্টটির নতুন তারিখ জানাবেন বলে জানিয়েছেন।