ঢাকাবুধবার , ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্রনেতাসহ ২২ জন চীন সফরে যাচ্ছেন আজ

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫: চীনের শাসক কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আরও আটটি রাজনৈতিক দলের নেতারা চীন সফরের জন্য প্রস্তুত। এই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। মোট ২২ সদস্যের এই দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির চারজন নেতাও অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রতিনিধিদলটি আজ সোমবার রাত সোয়া এগারোটায় ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে যাত্রা করবে। ড. আবদুল মঈন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধিদলে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের পাঁচজন নেতা রয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

বিএনপি ছাড়াও অন্যান্য দলের আটজন নেতা এই সফরে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান মো. শহিদুল ইসলাম, জাতীয় পিপলস পার্টির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, জাতীয় ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

এছাড়াও, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষক মো. নাহিয়ান সাজ্জাদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিনও এই প্রতিনিধিদলে রয়েছেন।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ ও রাফি সালমান রিফাত, সহ-মুখপাত্র তাহসিন রিয়াজ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মিতু আক্তারও এই সফরে যাচ্ছেন।

রাজনৈতিক নেতাদের পাশাপাশি দুই সাংবাদিকও এই সফরে অংশ নিচ্ছেন। তারা হলেন ইউএনবির বিশেষ প্রতিনিধি আবদুর রহমান জাহাঙ্গীর এবং দৈনিক আমাদের সময় পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক মো. আরিফুজ্জামান।

উল্লেখ্য, গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করেছেন।