ঢাকামঙ্গলবার , ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘রোজ গোমূত্র পানে সেরে যায় কোভিডের ফুসফুস সংক্রমণ’, দাবি সাধ্বী প্রজ্ঞার

নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভোপাল, ভারত : কোভিডের ফলে হওয়া ফুসফস সংক্রমণ সেরে যায় গোমূত্র সেবনে ৷ অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশে আরও একবার মুখ খুলে বিপাকে প্রজ্ঞা ঠাকুর ৷ বিজেপি সাংসদের দাবি, তিনি রোজ গোমূত্র সেবন করেন ৷ তাই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হননি ৷ গত বছর ডিসেম্বর মাসে কোভিডের উপসর্গ নিয়ে তিনি দিল্লির এইমস-এ ভর্তি হয়েছিলেন ৷ তবে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে৷

‘‘প্রতিদিন যদি দেশি গোমূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দেয় ৷ আমি রোজ গোমূত্র পান করি ৷ তাই করোনা প্রতিরোধে আমাকে কোনও ওষুধ খেতে হয় না ৷’’ দলীয় সমাবেশে এ কথা বলেছেন প্রজ্ঞা ঠাকুর ৷ তাঁর মতে, গোমূত্র জীবনদায়ী ৷ নিজেকে সাধ্বী হিসেবে দাবি করা প্রজ্ঞার দু বছর আগে দাবি করেছিলেন দুটি গোজাত দ্রব্যের সঙ্গে গোমূত্র মিশিয়ে পান করে তাঁর ক্যানসার নিরাময় হয়েছে ৷

এদিকে অতিমারির দ্বিতীয় ঢেউয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই দাবি করেছে, কোভিড নিরাময়ের ক্ষেত্রে গোবর বা গোমূত্রের কার্যকারিতার কোনও প্রমাণিত বৈজ্ঞানিক ভিত্তি নেই ৷ কোভিড প্রতিরোধে শারীরিক সক্ষমতা বাড়াতেও এই দুইয়ের কোনও ভূমিকার কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ নেই বলে চিকিৎসকদের এই সংস্থার দাবি ৷

তবে সাধ্বী প্রজ্ঞা ঠাকুর একা নন৷ চলতি মাসের গোড়ায় উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংও দাবি করেছিলেন গোমূ্ত্র পান করার ফলে তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষিত আছেন ৷ অতিমারিতে সুস্থ থাকার জন্য তিনি সকলকে এক গ্লাস ঠান্ডা জলের সঙ্গে গোমূত্র পান করার পরামর্শ দেন ৷

নিজে গোমূ্ত্র পান করার কথা জানিয়েছেন দিলীপ ঘোষও৷ কোভিড থেকে সুস্থ থাকতে তিনিও নিয়মিত গোমূত্র পান করার কথা বলেছিলেন ৷