ঢাকারবিবার , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মিশা সওদাগর ছয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে ফিরেই নতুন সিনেমায় ব্যস্ত

নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার সবচেয়ে প্রভাবশালী আর দাপুটে অভিনেতা হিসেবে যে ক’জন দীর্ঘদিন থেকেই অভিনয়ের সঙ্গে আছেন, তার মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। যাকে দেশের মানুষ ‘ভিলেন’ হিসেবেই জানেন।

বাংলা সিনেমায় জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগরের গত বছরের সেপ্টেম্বরে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে যান। ছয় মাস পর সম্প্রতি রমজান শুরুর কিছুদিন আগে তিনি দেশে ফিরেছেন। ফিরেই নতুন সিনেমার খবর জানালেন এই তারকা।

মিশা সওদাগর, স্ত্রী জোবাইদা রাব্বানি মিতা ও ছোট ছেলে কারনি, বড় ছেলে ওয়ালিদ হাসান ইওশি (ছবি-২০১৫)

গত ২০ মার্চ যুক্তরাষ্ট্রে থেকে স্ত্রী মিতা ও ছোট ছেলে কারনি’কে নিয়ে দেশে ফেরেন মিশা। এরপর বেশকিছু চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন এরমধ্যে ২৪ মার্চ রাতে তিনি ‘রিভেঞ্জ’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এই সিনেমায় মিশা ছাড়া আরও অভিনয় করবেন জিয়াউর রোশন।

মিশা সওদাগর, ডেইলি_নিউজ_টোয়েন্টিফোর_বিডি_ডটকম’কে বলেন, ‘আমি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছি। তখন থেকে এক মাস দুই মাস করে সেখানে থাকা হয়েছে। কিন্তু এবারই প্রথম প্রায় ছয় মাস থাকলাম। ৩৬ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার টানা এতদিন পরিবারকে সময় দেওয়ার সুযোগ পেয়েছি। ’

সিনেমা প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা বলেন, ‘করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ ছিল, শুটিংও ভালোভাবে হচ্ছিল না, তাই কাজে বিরতি দিয়েছিলাম। এখন আবার সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, যদিও করোনার দ্বিতীয় ঢেউ উঁকি দিচ্ছে। নতুন কিছু সিনেমার চুক্তিবদ্ধ হয়েছি, এছাড়া আগের কয়েকটি সিনেমার কাজ বাকি আছে। এগুলো সব এখন সম্পন্ন করবো। ’

মিশা জানান, যুক্তরাষ্ট্রে সস্ত্রীক ফাইজারের টিকার দুই ডোজই নিয়েছেন। তবুও স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

চলতি মাস থেকেই ‘শান’ সিনেমার ডাবিং করবেন মিশা সওদাগর। এরপর তিনি ‘রিভেঞ্জ’, ‘দিন দ্য ডে’, মিশন এক্সট্রিম’, ‘পোস্টার’র আরও কয়েকটি সিনেমার কাজ করবেন জনপ্রিয় এই খলনায়ক।