শাহরুখ খানের ছেলে আরিয়ানের খানের পর এবার মাদকযোগে নাম জড়ালো আরেক অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্য পান্ডের।
আরিয়ানের সঙ্গে অনন্যার চ্যাটের সূত্র ধরে বৃহস্পতিবার (২১ অক্টোবর) এই অভিনেত্রীর বান্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়েছে ভারতীয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
একদিন শাহরুখের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’ও তল্লাশি চালিয়েছে সংস্থাটি।
বেশ কিছুক্ষণ অনন্যার বাড়িতে তল্লাশি চালায় এনসিবি অফিসাররা। সেখান থেকেই উদ্ধার করা হয় কিছু জিনিসপত্র।
এনসিবির জানায়, অনন্যার সঙ্গে বেশ অনেকবারই ড্রাগ নিয়ে কথা হয়েছে আরিয়ানের। মোবাইল চ্যাটে তাকে ‘অ্যানি’ বলে সম্বোধন করেছেন তিনি।
মাদক মামলায় তদন্তের জন্য তাকে জেরা করার কথাও বলা হয়েছে। উপস্থিত হতে বলা হয়েছে এনসিবির দফতরে।
চাঙ্কি পাণ্ডে ও শাহরুখ খানের সম্পর্ক আগে থেকেই অনেক ভালো। ছোট থেকেই একে অপরের বন্ধু অনন্যা এবং আরিয়ানও। তাদের দু’জনের মধ্যে মাদকের ‘সম্পর্ক’র রহস্য উদঘাটনের চেষ্টা করছে এনসিবি।
আরিয়ানের জামিনের জন্য এবার মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার আইনজীবী। আগামী মঙ্গলবার (২৬ অক্টোবর) জামিনের শুনানির দিন ধার্য করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার প্রথমবার ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে গিয়েছেন শাহরুখ খান। গত ৩ অক্টোবর থেকে জেলে রয়েছেন আরিয়ান।