ঢাকাশুক্রবার , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে মেগাস্টার রজনীকান্ত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত চেন্নাইয়ের দ্য কাবেরী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে চিন্তার কারণ নেই, ‘রুটিন চেকআপ’-এর জন্যই হাসপাতালে গিয়েছেন তিনি।

জানা যায়, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে ওই হাসপাতালে পৌঁছান থালাইভা। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে ও তার শ্যালক।

রজনীকান্তের মুখপাত্র রিয়াজ কে আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, বয়সের কারণে শরীরে কিছু দিন পর পরই চেকআপ করানো হয়। সেই কারণেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। দ্রুতই তিনি বাসায় ফিরবেন। চিন্তার কোনও কারণ নেই।  

গেল সোমবার (২৫ অক্টোবর) রজনীকান্তকে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হয়। ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় ৭০ বছর বয়সী এই অভিনেতাকে।

১৯৭৫ সালে কে বালাচন্দ্রর সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু রজনীকান্তের। এরপর তামিল সিনেমা জগতে কেটে গেছে ৪৫ বছর। অভিনয় করেছেন বলিউডেও।