বিশ্বকাপে পারফর্মেন্সের অবস্থা অত্যন্ত খারাপ মুশফিকের; তার ওপর সমালোচকদের আয়নায় চেহারা দেখতে বলে আগুন জ্বালিয়ে দিয়েছেন তিনি। বিশ্বকাপে তিনি বারবার স্কুপ আর রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হচ্ছেন। দেশকে বিপদে ফেলছেন। সাধারণ সমর্থকের পাশাপাশি ক্ষোভের আগুন এবার ছড়িয়ে পড়েছে দেশের বিনোদন জগতেও। একসময়ের ঢালিউড সুপারস্টার নায়ক রুবেল সরাসরি মুশফিকের শাস্তি দাবি করেছেন।
গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নায়ক রুবেল বলেন, ‘তামিমের মতো হার্ডহিটার প্লেয়ার কেনো এবারের বিশ্বকাপ দলে নেই এটা আমার একটা জিজ্ঞাসা। আর মুশফিক সাহেবের কাছে আমার জিজ্ঞাসা, যেহেতু রিভার্স সুইপ খেলে মাঝেমধ্যেই আপনি দেশকে একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছেন; সেহেতু আপনি নরমাল শট কেনো খেলেন না? নরমাল শটে তো আপনি অনেক ভালো খেলেন। গতকালের (শুক্রবার) খেলায় মুশফিক এবং লিটন যখন ভালো খেলছিলেন, তখন মুশফিকের স্কুপ করার তো কোনো দরকার ছিল না। তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। কারণ উনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে।’
মুশফিকের এমন আত্মঘাতী শট খেলা উচিত হয়নি উল্লেখ করে রুবেল বলেন, ‘এই রিভারসুইফ খেলতে গিয়ে উনি অনেক সময় ধরাশায়ী হয়েছেন। কথার কথা যখন আমার রান লাগবে ২০ আমার হাতে উইকেট আছে ৬টি সেময় আমি রিস্ক নিতেই পারি কিন্তু যেখানে খেলা টাইট অবস্থায় আছে সেখানে যদি আমি আত্মঘাতী খেলে দেশ ও জাতিকে ডুবিয়ে দেয় এটা মনে হয় মুশফিক সাহেবের জন্য ঠিক না। আমি উনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দেশ ও জাতি আপনাদের দিকে তাকিয়ে থাকে। আপনারা ভালো করলে আমরা হাসি। ঘরের ভেতরে চিৎকার দেই, সেই চিৎকার শুনে পাশের বাসার লোকজন দৌড়ে আসে। এমন জোরে চিৎকার করি আমরা তাদের জন্য।’
তিনি বলেন, ‘আমি দেশকে ভালোবাসি। দেশের জন্যই চিৎকার করি। উনাদের জন্য (ক্রিকেটার) আমার অনেক ভালোবাসা আছে। অনেক সময় রাগে উনাদের দুই-চারটা কথা বলি। এটা কিন্তু মেনে নিতে হবে। হিরো হিসেবে আমিও অনেক কথা শুনেছি। সমালোচনা শুনতে হবে। সমালোচনা শুনে আপনি বলবেন- আয়নায় নিজের চেহারা দেখেন; এটা ঠিক না। আপনি যখন যেখানে যাবেন, আপনাকে জানতে হবে যে সমালোচনার সম্মুখীন হবেন। আপনি যেই হোন না কেনো। আমি আড়াইশ’ ছবির হিরো। আমাকেও অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। তার জন্য কাউকে কোনোদিন কিছু বলিনি। আমারটা আমি করে যাবো। আপনি ভালো কী করে করবেন, দেশ ও জাতিকে ভালো কী উপহার দেবেন, সেই চিন্তা করেন।’
নায়ক রুবেল আরও বলেন, ‘এর আগে একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম হার জিত আছে, টিম হারতেই পারে কিন্তু যখন কেউ আত্মঘাতীমূলক খেলে, জেনে শুনে যদি দলকে হারিয়ে দেয় অবশ্যই তখন পানিশমেন্টের আওতায় আসা উচিত। আমি জিতলে যদি সরকার গাড়ি-বাড়ি সবই দেয়, আমি জেনে শুনে যদি হেরে যায় তাহলে পানিশমেন্টের আওতায় কেনো আসবো না? আমরা তাকে কেনো ফাইন করবো না। আমি চাই এই ধরনের খেললে তাকে ফাইন করা হোক, তাহলে আমি এই ধরনের খেলা থেকে বিরত থাকবো।’