নেটফ্লিক্সের ইতিহাসে সর্বকালের সেরা সিনেমার স্থান দখল করা ‘এক্সট্রাকশন’ সিনেমার সিক্যুয়েল ‘এক্সট্রাকশন টু’ আসছে খুব শিগগিরই। গতকাল এমন ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।
সিনেমাটির শেষ দৃশ্যের একটি টিজার প্রকাশ করে নেটফ্লিক্স জানিয়েছে, টাইলার বেঁচে আছে, ক্রিস হেমসওর্থ ‘এক্সট্রাকশন টু’-তে ফিরে আসবেন।
ঢাকার এক গ্যাংস্টার মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে কিডন্যাপ করে বাংলাদেশের ঢাকায় আটকে রাখে। আর সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে হায়ার করা হয় একজন মার্সেনারিকে। তিনি ক্রিস হেমসওর্থ। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে ঢাকার বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়েছেন। গতকাল প্রকাশিত টিজারে দেখানো হয়েছে, নদীর তলদেশ থেকে উঠে আসছেন ক্রিস।
হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, আগের সিনেমার মতোই ‘এক্সট্রাকশন টু’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্যাম হারগ্রেভ আর মুখ্য ভূমিকায় থাকছেন ক্রিস হেমসওর্থ। প্রযোজক হিসেবে থাকছেন জো রুশো ও অ্যান্থনি রুশো।
‘এক্সট্রাকশন টু’র গল্পে বাংলাদেশের রাজধানী ঢাকা থাকছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম স্ক্রিন র্যান্ট এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের গল্পে বাংলাদেশের রাজধানী ঢাকা থাকছে না। নতুন এক মিশন নিয়ে গল্প শুরু করতে যাচ্ছেন ক্রিস হেমসওর্থ।
২০২০ সালের এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘এক্সট্রাকশন’। মুক্তির প্রথম চার সপ্তাহে বিশ্বব্যাপী ৯৯ মিলিয়ন দর্শক সিনেমাটি দেখেন, যা নেটফ্লিক্সের ইতিহাসে রেকর্ড।