পরিবেশ সুরক্ষায় ২০০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিলেন আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
মঙ্গলবার (২ নভেম্বর) গ্লাসগোয় কপ টোয়েন্টি সিক্স সম্মেলনে এ ধনকুবের বলেন, ২০৪০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নিয়ে আসবে তার প্রতিষ্ঠান।
তিনি আরও বলেন, মহাশূন্য থেকে পৃথিবীকে দেখার পর সত্যিই আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে। বিপর্যস্ত পৃথিবীকে রক্ষায় আমাদের সবার একসাথে দাঁড়ানো উচিত। প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ২০০ কোটি ডলার অনুদানের অঙ্গীকার করছি। জলবায়ু সংকট মোকাবেলায় বেজোস আর্থ ফান্ড যে এক হাজার কোটি ডলার বরাদ্দ করেছে, এই অনুদান তারই অংশ।