নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘অহংকারী বউ’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সোমবার মাহি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের নির্মাতা চয়নিকা; তার পরিচালনায় এবারই প্রথম কোনো সিনেমায় কাজ করছেন মাহি।
মাহিকে নির্বাচন নিয়ে চয়নিকা গ্লিটজকে বলেন, “গল্পটার সঙ্গে মাহির খুব ভালো যায়। তার ‘ঢাকা অ্যাটাক’ ও মরিচিকা’ দেখে আমার ভালো লেগেছে। ওর সঙ্গে মিশে দেখেছি খুবই ফ্রেন্ডলি। ওর আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে।”
মাহির বিপরীতে অভিনেতা ডি এ তায়েবের অভিনয়ের কথা রয়েছে।
চয়নিকা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে সব শিল্পী চূড়ান্ত করে ১৭ ডিসেম্বর থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু করবেন।
এটি ছাড়াও ‘অন্তরালে’ নামে একটি ওয়েব চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন চয়নিকা। এতে পরীমনি, তারিক আনাম খানকে নির্বাচন করেছেন। সিনেমার মূল চরিত্রের একজন পুরুষ অভিনয়শিল্পীর নাম চলতি মাসেই ঘোষণা দেবেন তিনি। আগামী বছরের জানুয়ারির শেষভাগে এ সিনেমার শুটিংয়ে যাবেন।
গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছে চয়নিকার প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’