চিত্রনায়িকা শাহনূর এখন আমেরিকায়। সেখানে ফোবানা আয়োজিত একটি শোতে পারফর্ম করেছেন কিছুদিন আগে। অংশ নিয়েছেন আরো কয়েকটি অনুষ্ঠানে। এরইমধ্যে হাসান জাহাঙ্গীরের নির্দেশনায় একটি বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। শিগগিরই দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শাহনূর। দেশে ফিরেই তিনি ব্যস্ত হতে চান নাটক, সিনেমা ও বিজ্ঞাপনের কাজে।
শাহনূর বলেন, ‘কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। কয়েকটি সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে কাজ করার কথা আছে। তবে কবে নাগাদ ফিরছি তা এখনো ঠিক হয়নি। তাই কাজে ফেরার নির্ধারিত তারিখও চূড়ান্ত করতে পারছি না। তবে আশা করছি অল্প কয়েকদিনের মধ্যেই ফিরব। এখন দেশে স্টেজ শোর মৌসুম শুরু হয়ে গেছে। এ সময় দেশে থাকাটা আমার জন্য জরুরি।’
সর্বশেষ শাহনূর অভিনয় করেছেন রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ ছবিতে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নিজের প্রতিষ্ঠান ‘শাহনূর ফাউন্ডেশন’ থেকে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন শাহনূর। পরিচালনায় নিয়মিত হওয়ার ইচ্ছা আছে তাঁর। মুক্তির অপেক্ষায় রয়েছে শাহনূর অভিনীত মুক্তিযুদ্ধের গল্পের ছবি ‘কাকতাড়ুয়া’।
আমেরিকায় যাওয়ার আগে শেষ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত অনুদানের ছবি ‘আশীর্বাদ’-এর কাজ। সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতি বন্ধন’ ছবির কিছু অংশের শুটিং করেছেন। দেশে ফিরে শেষ করবেন বাকি কাজ।