ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার মৌ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৪, ২০২১ ৬:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের কোনো মেয়ে বডি বিল্ডিং করছে, বিষয়টা অনেকেই মেনে নিতে পারেননা। তবে সে বাধা ডিঙিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে পরিচিত করেছেন বাংলাদেশের নারী বডি বিল্ডার মাকসুদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী হিসেবে আন্তর্জাতিক কোনো বডি বিল্ডিং টুর্নামেন্ট খেলছেন মাকসুদা আক্তার মৌ।

শুক্রবার (৩ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ে শুরু হয়েছে আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডি বিল্ডিং টুর্নামেন্ট। এখানে অংশ নিয়েছেন মাকসুদা আক্তার। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি নারী বডি বিল্ডার হিসেবে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে খেলছেন তিনি।

আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে ঘরোয়া টুর্নামেন্টেও বেশ সফল ছিলেন মৌ । বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে উন্মুক্ত শ্রেণিতে নারী ক্যাটাগরির শিরোপা জিতেছিলেন তিনি।

প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পেরে বেশ খুশি মৌ । এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দেশে মেয়েদের বডিবিল্ডিং নিয়ে এখনো একটা ট্যাবু আছে। সেই বাধার দেওয়াল ভাঙার চেষ্টা করছি আমি, যাতে আমাদের দেশের অন্য মেয়েরাও বডিবিল্ডিংয়ে আসতে পারেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুব ভালো লাগছে আমার।’

কানাডায় পাবলিক হেলথে মাস্টার্স করা মৌ শরীর গঠনের চর্চা শুরু করেন বেশ আগে থেকেই। কাজ করেছেন যমুনা ফিউচার ফিটনেসের ট্রেইনার হিসাবেও। যেখানে নামকরা অনেক অভিনেতা, অভিনেত্রীকে ফিটনেস ট্রেনিং করাতেন মৌ। করেছেন ছেলেদের ফিটনেস ট্রেনারের কাজও।

সমাজের নানা বাধা ডিঙিয়ে বডিবিল্ডিংয়ে আসা মৌ এরইমধ্যে হয়ে উঠেছেন বাংলাদেশের অন্যতম অনুকরণীয় ব্যক্তিত্ব। ‌আন্তর্জাতিক অঙ্গনে সবেমাত্র পথচলা শুরু হলেও বিশ্বের বুকে ওড়াতে চান প্রিয় দেশের পতাকা। এর আগে গত এপ্রিলে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতেছেন এই শরীর গঠনবিদ।