ঢাকাশনিবার , ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘গেম চেঞ্জিং’ তারকাদের তালিকায় বাংলাদেশের বাঁধন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

যেসব অভিনয়শিল্পী ২০২১ সালে তাদের শক্তিশালী, স্বতন্ত্র এবং হৃদয়স্পর্শী কাজের মাধ্যমে সিনেমা বা কনটেন্টে তুমুল সাড়া দিতে পেরেছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েব সাইট ফিল্মিসিল্মি ডটকম। আর এসব অভিনয়শিল্পীদের উল্লেখ করা হয়েছে ‘গেম চেঞ্জিং’ তারকা হিসেবে।অনুজ রাদিয়ার করা প্রতিবেদনে দেশ বিদেশের অনেক নামী দামী তারকার সঙ্গে জায়গা পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনও।

তারকাদের নাম কোনো ক্রমিক অনুসারে সাজানো হয়নি। মূলত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বিনোদনের বিভিন্ন অনুসঙ্গকে একত্রিত করেছে এবং ভাষা ও গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছে সার্বজনিন। ফলে কোনো কনটেন্ট এখন আর নির্দিষ্ট সীমানার মধ্যে না থেকে হয়ে উঠছে বৈশ্বিক।প্রতিবেদনে বলা হয়েছে, ‘গেম চেঞ্জিং’ মানে বোঝানো হয়েছে পারফরম্যান্সকে, যা কি না অভিনয়শিল্পীর ফিল্মগ্রাফিকে এগিয়ে নিয়ে গেছে। এমন ৩৮ জনের নাম তারা প্রকাশ করা হয়েছে।

এ তালিকায় রয়েছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, কৃতি শ্যানন, কার্তিক আরিয়ান, পরিণীতি চোপড়া, মহিন রাইনা, হলিউডের রিজ আহমেদ, দেব প্যাটেল, ক্রিস্টেন স্টুয়ার্ট, এমা স্টোন, জেনিফার হাডসন, অ্যান্ড্রু গারফিল্ড, লেডি গাগাসহ আরও অনেকে।এদের সঙ্গেই রয়েছেন বাঁধন। তার সস্পর্কে বলা হয়েছে, ‘বাঁধন একজন ডেনটিস্ট হওয়ার পাশাপাশি অভিনয় করেন। তিনি বাংলাদেশের গ্ল্যামারাস তারকা এবং অনেকদিন ধরেই মিডিয়াতে কাজ করেছেন।

‘এ বছরটি তার অভিনীত চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর একটি গেম চেঞ্জার চলচ্চিত্র। এটি প্রথম বাংলাদেশি সিনেমা, যা কানে প্রদর্শিত হয়েছে। সিনেমাটি অফিসিয়ালি অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও জমা দেয়া হয়েছে। এমন পারফরম্যান্সের পরে তিনি বলিউডের ভিশাল ভরদ্বাজের খুফিয়া সিনেমায় অভিনয় করেছেন।’

উল্লেখ্য, তুমুল আলোচিত সিনেমা রেহানা মরিয়ম নূর কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবের আসর মাতিয়ে দেশে মুক্তি পায় ১২ নভেম্বর। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এক মাসেরও বেশি সময় ধরে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

এদিকে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের জেরেমি চুয়া। নির্বাহী প্রযোজক এহসানুল হক। সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন তুমিজুল। সহপ্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন।