ঢাকাবুধবার , ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বেপরোয়া বাস ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের ওপর

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২১ ৩:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর খিলক্ষেত এলাকায় এনা পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে উল্টোদিক থেকে আসা একটি মাইক্রোবাসের ওপর উঠে গেছে। এ দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছে ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল বিমানবন্দর রোডের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এনা পরিবহনের গাড়িটি বেশ গতিতে ছিল। ঘটনাস্থলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে পায়নি। বাসটিতে কোনো যাত্রীও পায়নি পুলিশ।

বাসের সামনের একটি চাকাসহ কিছু অংশ মাইক্রোবাসটির ওপর পড়েছে। মাইক্রোবাসটির চালক আঘাত পেলেও আরোহী আরও চারজন সুস্থ আছেন। ঘটনার পর বাসটি সরিয়ে নেয়া হয়েছে।