মৌসুমী-ওমর সানী দম্পতির ছেলে ফারদিন এহসান স্বাধীন কয়েক বছর আগে ঢাকায় একটি রেস্টুরেন্ট খুলেছিলেন। সেখানে মা-বাবাকে সম্পৃক্ত রেখেছিলেন। এবার কক্সবাজারে একটি পাঁচতারা হোটেল করতে যাচ্ছেন স্বাধীন। সেখানেও আছেন তাঁর মা-বাবা। ‘স্যান্ডিল্যান্ড’ নামের হোটেলটির চেয়ারম্যান করেছেন মা মৌসুমীকে, বাবা ওমর সানী থাকছেন পরিচালক পদে। স্বাধীন বলেন, ‘মা-বাবার আশীর্বাদ ছাড়া সন্তান উন্নতি করতে পারে না। আমি সব সময় চেয়েছি আমার মাথার ওপর মা-বাবার ছায়া থাকুক। তাহলে যেকোনো বন্ধুর পথ পাড়ি দিতে পারব।’
মৌসুমী বলেন, ‘স্বাধীন সব সময় ব্যবসায়ের প্রতি মনোযোগী। আমিও চেয়েছি সে যেটা করতে সাচ্ছন্দ্যবোধ করে করুক। গত বছর সে আমাকে কক্সবাজারে পাঁচতারা মানের হোটেল নির্মাণের পরিকল্পনা জানায়। আমিও সায় দিলাম। তবে ভাবিনি সে আমাকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করবে। স্বাধীনের জন্য দোয়া করি, সে সাফল্য লাভ করুক।’
ওমর সানী বলেন, ‘বাবা হিসেবে আমি গর্বিত। স্বাধীন সব সময় যেটা করতে চেয়েছে আমি বাধা দিইনি। এখন ব্যবসার প্রতি মনোযোগ দিচ্ছে। সৎ মন-মানসিকতা এবং সময়োপযোগী সিদ্ধান্ত অবশ্যই ওকে সব বাধা পেরোতে সাহায্য করবে।’