বৃহস্পতিবার সকালে শুরু হওয়া রুশ আগ্রাসনের প্রথমদিনেই সামরিক অভিযান ও সাইবার হামলায় বিপর্যস্ত ইউক্রেন।
এর মধ্যেই একটি ব্রিটিশ সংবাদমাধ্যম দাবি করেছে, ইউক্রেনের বিরুদ্ধে ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের ছক কষছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ফাদার অব অল বম্বস বা এফওএবি হলো ৪৪ টনের টিএনটি বোমা। এটি ব্যাপক শক্তিশালী এবং এর অভিঘাতের পরিসর হতে পারে ৩০০ কিলোমিটার অঞ্চল জুড়ে।
অতি শক্তিধর এই থার্মোব্যারিক বোমা বিমান থেকেই ফেলা হয় হামলাস্থলে। মাঝ আকাশে এটি ডিটোনেট করা হয়। তবে এই বোমা ফাটার পর যে শকওয়েভ এবং তাপমাত্রার সৃষ্টি হয় তার অভিঘাতে যে ক্ষতি হয়, তার পরিমাণ অকল্পনীয়।
২০০৭ সালে এই বোমা তৈরি করে রাশিয়া। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মাদার অব অল বম্বস বা এমওএবি থেকে চার গুণ শক্তিশালী।
২০১৭ সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সেই বোমার অভিঘাতে কত মানুষ নিহত হয়েছিল তা প্রকাশ্যে আনেনি দেশটি।
চীনের হাতেও রয়েছে মাদার অব অল বম্বস। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতেই এই বোমা তৈরি করেছে চীন। ২০১৯ সালে সেই বোমার পরীক্ষাও করে তারা।
ক্রেডিট: 1TV.RU