ঢাকামঙ্গলবার , ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রসহ সব শত্রুকে বসিয়ে দেওয়ার ক্ষমতা রাশিয়ার আছে

আন্তর্জাতিক ডেস্ক | ডেইলিনিউজ২৪বিডি.কম
মার্চ ১৯, ২০২২ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজ স্থানে বসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। আজ (বৃহস্পতিবার) দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্রসহ সব শত্রুকে বসিয়ে দেওয়ার ক্ষমতা রাশিয়ার আছে।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন দিমিত্রি মেদভেদেভ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাশিয়াভীতি ছড়িয়ে রাশিয়াকে মাথা নত করতে বাধ্য করতে চায় তারা। কিন্তু তারা ব্যর্থ হবে।

রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব দিমিত্রি মেদভেদেভ বলেন, পশ্চিমারা রাশিয়া বিরোধী কার্যক্রম চালাচ্ছে। কিন্তু তাদের এ পরিকল্পনা কাজে দেবে না। শত্রুদের তাদের নিজ স্থানে বসিয়ে দেওয়ার ক্ষমতা রাশিয়ার আছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এই অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর পশ্চিমারা কঠোর অবরোধ আরোপ করেছে। একইসঙ্গে ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো।

এছাড়া নানা ধরণের হুমকিও দিয়ে যাচ্ছেন মার্কিন নেতারা। এ অবস্থায় রাশিয়ার পক্ষ থেকেও পাল্টা হুমকি এলো।