ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাস্তা ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

Link Copied!

শিক্ষক ও পুলিশের অনুরোধে নিউমার্কেট সংলগ্ন রাস্তা ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা। সবাই এখন ক্যাম্পাসের ভেতরে চলে গিয়েছে। এতে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।

তার আগে, বুধবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর নিউমার্কেট এলাকায় আবারও মুখোমুখি অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউমার্কেটের ব্যবসায়ীরা। এতে এলাকাটিতে দেখা দেয় উত্তেজনা। পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে এলাকাটিতে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।

জানা গেছে, নিউমার্কেটের ব্যবসায়ীরা বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে জানান, তারা আজ থেকেই দোকান খুলে দেবেন। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ীরা দোকান খুলতে গেলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাধা দেন। তাদের দাবি, সংঘর্ষের সুষ্ঠু তদন্তের আগে নিউমার্কেটের দোকান খুলতে দেবে না তারা।

প্রসঙ্গত, নিউমার্কেট এলাকায় সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতের পর গতকালও দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার বিপণী বিতানের দোকানমালিক ও কর্মচারীদের মধ্যে দফায়-দফায় হয় সংঘর্ষ। আক্রান্ত হন সাংবাদিকরাও। সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন নাহিদ হোসেন নামের এক তরুণ।