ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

লাবনী হোসেন
এপ্রিল ২২, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বিজয় সরণিতে হচ্ছে আধুনিক প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের পরেই এটি চালু হবে। স্টার সিনেপ্লেক্সে বুধবার তাদের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছে।

জানা গেছে, মে মাসেই চালু হবে এই্ প্রেক্ষাগৃহটি। একটি স্ক্রিন থাকবে সেখানে। সিট সংখ্যা হবে ১৮৬টি। এরইমধ্যে অধিকাংশ কাজ শেষ করেছে স্টার সিনেপ্লেক্সের।

ঢাকার বাইরেও সিনেপ্লেক্স নির্মাণের কাজ চলছে। চট্টগ্রাম, কুমিল্লা ও বগুড়াতে শিগগিরই শেষ হবে এর নির্মাণকাজ।

উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এখানে।

ধানমন্ডির সীমান্ত সম্ভার, মিরপুরে সনি স্টার ও মহাখালীর এসকেএস টাওয়ারেও দু’টি শাখা রয়েছে।