ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধান কোচ নয়, শ্রীরাম টেকনিক্যাল কনসালট্যান্ট: নাজমুল হাসান

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২২ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাসেল ডমিঙ্গোকে সরিয়ে এশিয়া কাপের জন্য বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রধান কোচ করা হচ্ছে শ্রীধরন শ্রীরামকে, শুক্রবার সকালের দিকে এমন খবরকে উড়িয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। শ্রীরাম বাংলাদেশের কোচিং দলে যোগ দিচ্ছেন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে। 

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে গণমাধ্যমে শ্রীরামের দায়িত্বের বিষয়টি স্পষ্ট করেন বিসিবি সভাপতি। 

পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে শ্রীরামকে আমরা শর্টলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। এবং তার আমাদের এখানে ২১ আগস্ট দুপুরে আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে টেকনিক্যাল কলসালট্যান্ট হয়ে।’ 

এর আগে খবর ছড়িয়ে পড়ে, ডমিঙ্গোকে সরিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের প্রধান কোচ হচ্ছেন  শ্রীরাম। শুধুমাত্র এশিয়া কাপের জন্য তাকে দায়িত্ব দেওয়া, পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপ পর্যন্তও বাড়তে পারে চুক্তির মেয়াদ। কিন্তু বেলা গড়াতেই তাকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি নাকচ করে দিলেন বোর্ড সভাপতি। 

শ্রীরাম অস্ট্রেলিয়ার জাতীয় দলের সাবেক সহকারী কোচ ছিলেন। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এসব বিবেচনায় এগিয়ে ছিলেন শ্রীরাম। 

নাজমুল হাসান বলেন, ‘কতগুলো বিষয় বিবেচনা করে তাকে আনা হয়েছে। যেহেতু আইপিএলের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম যার সঙ্গে টি-টোয়েন্টির সম্পৃক্ততা আছে, (টি-টোয়েন্টিতে কোচিংয়ের) অভিজ্ঞতা আছে। আর যেহেতু খেলা অস্ট্রেলিয়ায়, সে কিন্তু অস্ট্রেলিয়ায় অনেকদিন কাজ করেছে। এই দুটি কারণে তাকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।’