ঢাকাসোমবার , ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে কারচুপির দায়ে অং সান সু চিকে আরও ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২২ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে শুক্রবার নির্বাচনী জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং বিচারক তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। প্রক্রিয়াটির সাথে পরিচিত একটি সূত্র জানায়, সুচির সহ-আসামি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকেও একই সাজা দেয়া হয়েছে।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

নোবেল বিজয়ী এবং মিয়ানমারের কয়েক দশকের সামরিক শাসনের বিরোধিতাকারী সু চিকে গত বছরের ফেব্রুয়ারিতে একটি অভ্যুত্থানের পর থেকে আটক করা হয়েছে এবং ইতিমধ্যে ১৭ বছরেরও বেশি কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যদিও তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

২০২০ সালের নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে ওই নির্বাচনে সু চি কারচুপি করেছেন বলে রায় দিয়েছেন আদালত। শুক্রবার দেশটির রাজধানী নেপিডোতে বন্ধ দরজার পিছনে এই বিচারকার্য অনুষ্ঠিত হয়েছে।

ক্ষমতাসীন সামরিক জান্তার একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করার অনুরোধের জবাব দেননি। তবে জান্তা বলেছে, সু চিকে যথাযথ প্রক্রিয়া সাজা দেয়া হচ্ছে।

নির্বাচনের পর সু চির এনএলডিকে নতুন সরকার গঠন করা থেকে বিরত রাখতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছিল। জান্তার দাবি এই নির্বাচনে জালিয়াতির উদাহরণ রয়েছে যা সঠিকভাবে তদন্ত করা হয়নি।

জান্তার হাতে আটক হওয়ার পর দুর্নীতি এবং উসকানি থেকে শুরু করে অফিসিয়াল গোপনীয়তা ফাঁস পর্যন্ত একাধিক অভিযোগে এক বছরেরও বেশি সময় ধরে বিচারের মুখোমুখি হয়েছেন সু চি এবং সবগুলা মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন। সেক্ষেত্রে সবমিলিয়ে তার বিরুদ্ধে প্রায় ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে।