ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে ১৩ রানে হারিয়েছে পাক নারীরা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের আউটার স্টেডিয়ামের মাঠে ভারতকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। এ দিন ব্যাট হাতে ৫৬ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নিদা দার।

নারী এশিয়া কাপের আজকের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুই ওপেনার মুনীবা আলী ও সিদ্রা আমিনের ২৬ রানের জুটিতে শুরুটা ভালোই হয় বিসমাহ মারুফের দলের। কিন্তু ভারতের সামনে বরাবরই নার্ভাস পাকিস্তান হঠাৎ করেই যেনো খেই হারিয়ে ফেলে।

১১ রান করে পূজা ভাস্ত্রকারের বলে সিদ্রা আমিন ফিরলে মাত্র ৭ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর নিদা দারকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক বিসহাম মারুফ। দুজনে মিলে গড়েন ৭৬ রানের জুটি। দ্রুত রান তুলতে থাকা নিদা ফিফটি পেলেও বিসমাহ ফেরেন ৩২ রানে।

শেষ দিকে আয়শা নাসিম ও আলিয়া রাজের ছোট ছোট অবদানে ১৩৭ রানে থামে পাকিস্তানের ইনিংস। ৩৭ বলে ৫৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন নিদা।

পাকিস্তানের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেয় ভারতীয় দুই ওপেনার। ১৫ রানে মেঘনাকে ফিরিয়ে তাতে বাধ সাধেন নাশারা সান্ধু। দ্রুত ফেরেন জেমিনাহ রদ্রিগেজ। ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি স্মৃতি মান্ধানা। ১৭ রানে ফিরেছেন নাশারার শিকার হয়ে।

৬৫ রানে ৫ উইকেট হারানো ভারতকে কিছুটা আশা দেখিয়েছেন দীপ্তি শর্মা ও অধিনায়ক হারমানপ্রীত কর। ১১ বলে ১৬ রান করে দীপ্তি ফিরলে ভাঙে সে জুটি। হারমানও ফেরেন পরের ওভারে।

নিভু নিভু আশাকে কিছুটা হলেও পরে জাগিয়েছেন রিচা ঘোষ। ৩ ছক্কা ও এক চারে ২৬ রান করে ব্যবধানটা নাগালে এনে ফিরেছেন সাদিয়ার বলে। ১২৪ রানে থামে ভারতের ইনিংস।

এ জয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো এশিয়ার পরাশক্তি ভারতকে হারানোর গৌরব অর্জন করলো পাক নারীরা।