ঢাকাবুধবার , ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকাকে ‘ঘেউ ঘেউ করা ভীতু কুকুর’ বললেন কিমের বোন ইয়ো-জং

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২২ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

সমরাস্ত্র তৈরির ব্যাপারে ‘দ্বৈত অবস্থান’ গ্রহণ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি পিয়ংইয়ং-এর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে নিরাপত্তা পরিষদে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর উত্তর কোরিয়া ওই নিন্দা জানাল।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন ইয়ো-জং মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ‘ভয়াবহ রাজনৈতিক উস্কানিদাতা’ হিসেবেও অভিহিত করেন। তিনি দক্ষিণ কোরিয়া ও আমেরিকার ‘প্রতিটি সামরিক মহড়া’ এবং তাদের ‘লোভী সমরাস্ত্র সম্প্রসারণের’ বিষয়ে নীরবতা অবলম্বনের জন্য নিরাপত্তা পরিষদকে দায়ী করেন।ইয়ো-জং সরাসরি বলেন, “এটা নিশ্চিতভাবে নিরাপত্তা পরিষদের দ্বৈত নীতির প্রমাণ।”

তিনি আমেরিকাকে ‘ঘেউ ঘেউ করা ভীতু কুকুর’ হিসেবে অভিহিত করে বলেন, এই দেশটি কোরীয় উপদ্বীপকে একটি নয়া সংকটের দিকে ঠেলে দিচ্ছে। কিমের বোন ‘কঠিনতম পাল্টা প্রতিক্রিয়া’ দেখানোর ব্যাপারেও আমেরিকাকে সতর্ক করে দেন। তিনি বলেন, আমেরিকা যত বেশি উত্তর কোরিয়া বিরোধী পদক্ষেপ নেবে তাকে তত বেশি নিরাপত্তা সংকটে ভুগতে হবে।

এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, আমেরিকার হুমকি মোকাবেলার জন্য তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোরীয় উপদ্বীপে যখন আমেরিকা তার সামরিক তৎপরতা বাড়িয়েছে এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তখন এই হুঁশিয়ারি দেন কিম। উত্তর কোরিয়ার সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কিম জং উন এই হুঁশিয়ারি দেন।

সুত্রঃপার্সটুডে