টানা তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন শি জিনপিং।
আজ (শুক্রবার) দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেস তৃতীয় মেয়াদে তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেয়া হয়। এর মাধ্যমে দেশটির ইতিহাসে দীর্ঘ সময় শাসন করার রেকর্ড গড়তে যাচ্ছেন শি জিনপিং।
সমাজতান্ত্রিক দেশ চীনের জাতীয় সংসদ ন্যাশনাল পিপলস কংগ্রেসের ২ হাজার ৯৫২ সদস্যের সবাই শি জিনপিংকে আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদে ভোট দেন। এরপর দাঁড়িয়ে তাকে অভিবাদন জানানো হয়।
গত বছরের অক্টোবরে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন শি। ওই সময়ই তার তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসার বিষয়টি নিশ্চিত হয়। আজ তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব পেলেন।
চীনের প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক। মূল ক্ষমতাবান হলেন পার্টি চেয়ারম্যান ও সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। আর এ দুটি পদেই রয়েছেন শি জিনপিং।
আগামীকাল সংসদে লি কেকিয়াংকে প্রধানমন্ত্রী বানানো হবে। শি জিনপিংয়ের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি তিনি।
শুক্রবার শি জিনপিংয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করা ছাড়াও হান ঝেংকে ভাইস-প্রেসিডেন্ট এবং ঝাও লিজেকে সংসদের প্রধান নেতা বানানো হয়। তারা সবাই গ্রেট হল অব দ্য পিপলের ভেতর দেশের সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেন।
শি জিনপিং প্রথমবার যখন ক্ষমতায় আসেন তখনো চীনের সংবিধানে ছিল, কেউ দুই মেয়াদ অর্থাৎ ১০ বছরের বেশি সময় প্রেসিডেন্ট থাকতে পারবেন না। কিন্তু সংবিধান পরিবর্তন করে এ বিধিনিষেধ তুলে দেয়া হয়।
সুত্রঃ পার্সটুডে