ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘সাংবাদিক পরিচয় দিতে প্রেস কাউন্সিলের সনদ পেতে হবে’

নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক পরিচয় দিতে প্রেস কাউন্সিলের সনদ পেতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম।

শুক্রবার ৯ জুন মাগুরা সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত ‘সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন’ সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান।

মাগুরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে নিজামুল হক নাসিম বলেন, সারাদেশের সাংবাদিকদের ডাটাবেইজ তৈরির কাজ চলমান রয়েছে। মফস্বল সাংবাদিকদের ডাটাবেইজ তৈরির জন্য আমরা জেলা প্রশাসকদের চিঠি দিয়েছি। ডাটাবেইজ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাই শেষে বার কাউন্সিলরের মত আমরা প্রকৃত সাংবাদিকদের সনদ দেবো। এই সনদধারীরাই কেবল নিজেদের সাংবাদিক পরিচয় দিতে পারবেন। এ ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রী পাশ। তবে বিশেষ ক্ষেত্রে ৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতাসম্পন্নদের শিক্ষাগত যোগ্যতার এই শর্ত কিছুটা শিথিল থাকবে।

মোহাম্মদ নিজামুল হক নাসিম আরও বলেন, আগে সাংবাদিকদের নামে প্রেস কাউন্সিলে মামলা দেয়া হলে সেখানে রায়ে শুধুমাত্র তিরস্কারের বিধান ছিল। এখন সেটি সংশোধিত হয়ে ৫ লাখ টাকার জরিমানার বিধান সংযুক্ত হচ্ছে।

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে তিনি বলেন, এটি জননিরাপত্তা ও জনকল্যাণেই প্রণীত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়ত অপব্যবহার হয়েছে। তবে আইনটি সম্পর্কে পুরোপুরি জানলে এ নিয়ে ভুল ব্যাখ্যার কোন সুযোগ নেই।

তিনি আরও জানান, প্রেস কাউন্সিল কেবল প্রিন্ট মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া এখনো এই কাউন্সিলের আওতায় আসেনি। ভবিষ্যতে হয়ত আসবে।

সেমিনারে মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. উৎপল কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার পাভেল দাস।

সেমিনার ও মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্টি মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।