ইন্দোনেশিয়া থেকে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ৬৪ হাজার ৭৭৪ টন কয়লা নিয়ে ভিড়েছে এমভি জিসিএল প্যারাদীপ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় জাহাজটি জেটিতে ভেড়ানো হয়।
মাতারবাড়ি সমুদ্রবন্দরের প্রকল্প ব্যবস্থাপক ক্যাপ্টেন আতাউল হাকিম এই তথ্য নিশ্চিত করেছেন।
আতাউল হাকিম জানান, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে এসেছে জাহাজটি। জাহাজটি ইন্দোনেশিয়ার তাহারান বন্দর থেকে কয়লা বোঝাই করে আজ সকালে মাতারবাড়িতে পৌঁছায়।
তিনি আরও জানান, পানামার পতাকাবাহী জাহাজটি এখন পর্যন্ত মাতারবাড়িতে সবচেয়ে বেশি পন্য নিয়ে ভেড়া জাহাজ। জাহাজটি ২৯৯ মিটার দীর্ঘ এবং গভীরতা সাড়ে ১২ মিটার। জাহাজটির বাংলাদেশি এজেন্ট জিপিএসএল নামের একটি প্রতিষ্ঠানের। এর আগে গেল ২৬ এপ্রিল অশো মারো একটি জাহাজ প্রায় ৬৩ হাজার টন কয়লা নিয়ে ভিড়েছিল।