ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঈদ নাটক: রমরমা কমেডিতে কোণঠাসা সিরিয়াস গল্প !

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১০, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই শোবিজের সবচেয়ে বড় দুটি উৎসব ঈদকে ঘিরে মৌসুমের সিংহভাগ নাটক, সিনেমা, গান তৈরি-প্রকাশ হয়ে থাকে। যার ব্যতিক্রম হয়নি এবারও। এবারের ঈদুল আজহা উপলক্ষে অসংখ্য নতুন নাটক বাজারে এসেছে। পাশাপাশি এবারের ঈদও সিনেমাময়। দেশজুড়ে সিনেমা নিয়ে চর্চায় মশগুল দর্শক। এ কারণে এবারের নাটক নিয়ে আলোচনা তুলনামূলক কমই বটে।

তবু কিছু নাটক সব কিছু ছাপিয়ে দর্শকের কাছে পৌঁছে গেছে। ভিউতে গড়েছে রেকর্ড। আবার কিছু নাটক ভিউতে সুবিধা করতে না পারলেও কুড়িয়েছে প্রশংসা। তবে ইউটিউব রেসপন্স পর্যালোচনা করলে সহজেই বোঝা যায়, কমেডি ঘরানার নাটকের চাপে কোণঠাসা হয়ে গেছে সিরিয়াস গল্প কিংবা আবেগের উপাখ্যান।

ভিউতে এগিয়ে থাকা ঈদের ১০টি নাটক সম্পর্কে জেনে নেওয়া যাক !

ফিমেল ৩

পরিচালক কাজল আরেফিন অমির ‘ফিমেল’ সিরিজের তৃতীয় নাটক এটি। যেখানে একটি তরুণীকে ঘিরে ব্যাটারি গলির যুবকদের মধ্যকার লড়াই হাস্যরস মিশিয়ে উপস্থাপন করা হয়েছে। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হয়েছেন ফারিণ খান। গত ২ জুলাই বঙ্গ’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করার পর এর ভিউ ছাড়িয়ে গেছে ১ কোটি ৫২ লাখ! এখনও এটি ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে।

কিডনি

নিজের গল্প-চিত্রনাট্যে এটিও বানিয়েছেন কাজল আরেফিন অমি। অভিনয়ে তার চেনা বলয়ের শিল্পীরা; জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা, চাষী আলম, মুসাফির সৈয়দ বাচ্চু। আরফান মৃধা শিবলু প্রমুখ। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের চ্যানেলে ৩০ জুন নাটকটি আপলোড করা হয়েছে। এই মুহূর্তে এর ভিউ ১ কোটি ৩১ লাখ ৯২ হাজারের বেশি।

জায়গায় খায় জায়গায় ব্রেক

জাকিউল ইসলাম রিপন পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। জুয়েল এলিনের চিত্রনাট্যে নির্মিত নাটকটি প্রযোজনা করেছে মাই সাউন্ড। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে নাটকটি গত ৩০ জুন উন্মুক্ত করা হয়। বর্তমানে এর ভিউ ১ কোটি ১১ লাখ ১৩ হাজারের বেশি।

কঞ্জুস ২

কমেডি ধাঁচের নাটক এটি। পরিচালনা করেছেন মহিদুল মহিম। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। সুমন সরকার প্রযোজিত নাটকটি গত ৩০ জুন সরকার মিডিয়া নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। ৯৩ লাখ ৩১ হাজার ভিউ ছাড়িয়ে বর্তমানে এটি ট্রেন্ডিংয়ের পাঁচ নম্বরে রয়েছে।

পুনর্জন্ম-অন্তিম পর্ব

নির্মাতা ভিকি জাহেদের আলোচিত ‘পুনর্জন্ম’ সিরিজের শেষ পর্ব এটি। গত ৩০ জুন চ্যানেল আই প্রাইম ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে। এর ভিউ ৮৪ লাখ ১৯ হাজার ছাড়িয়ে গেছে। বর্তমানে ট্রেন্ডিংয়ের নবম অবস্থানে আছে নাটকটি। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু, মুকুল সিরাজ, খায়রুল বাসার প্রমুখ।

জামাই শ্বশুরের কুরবানী

ঈদুল আজহার কথা মাথায় রেখে নাটকটি পরিচালনা করেছেন মহিন খান। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, ফাখরুল মাসুম বাশার প্রমুখ। ঈদের দুদিন আগে ২৭ জুন নাটকটি উন্মুক্ত করা হয়েছিল এনএএফ এন্টারটেইনমেন্টের চ্যানেলে। এই মুহূর্তে নাটকটির ভিউ ৮১ লাখ ৭৯ হাজারের বেশি। ট্রেন্ডিংয়ের ১৭তম অবস্থানে রয়েছে এটি।

কাছের মানুষ

ঈদের প্রশংসিত নাটকগুলোর একটি এটি। নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব, তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু, মাসুম বাশার প্রমুখ। সিএমভির ইউটিউব চ্যানেলে গত ৩০ জুন এটি ছাড়া হয়েছে। এর ভিউ ৫৪ লাখ ৫৬ হাজারের বেশি।

লাভ ইউ ম্যাডাম

নিলয় আলমগীরের প্রতিষ্ঠান এনএএফ এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত হয়েছে নাটকটি। পরিচালনায় মহিন খান। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, ফাখরুল মাসুম বাশার প্রমুখ। গত ৪ জুলাই ইউটিউবে ছাড়ার পর এর ভিউ এখন ৫৩ লাখ ২৭ হাজারের বেশি।

অনুরাগ

এটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে আছেন তৌসিফ মাহবুব, নাজনিন নিহা, ফাখরুল বাশার, দিশা প্রমুখ। ২৮ জুন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হয়। বর্তমানে এর ভিউ ৪৯ লাখ ৭৪ হাজার ছাড়িয়ে গেছে।

লাফাঙ্গা

মেহেদী হাসান হৃদয় নির্মাণ করেছেন নাটকটি। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, মারিয়া শান্ত, রিনা খান, রিমি করিম, ইশতিয়াক আহমেদ রুমেল, জিল্লুর রহমান প্রমুখ। সিএমভি প্রযোজিত নাটকটি গত ২ জুলাই প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। বর্তমানে এর ভিউ ৪৮ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে।

এগুলো ছাড়া এবারের ঈদে দর্শকের প্রশংসা পেয়েছে বেশ কিছু নাটক। তার মধ্যে রয়েছে রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘কবর’ (২১ লাখ), মারুফ হোসেন সজিবের ‘আজ আকাশে চাঁদ নেই’ (৬ লাখ), মুসসালিন শুভর ‘একটা ভুল ও ফুলের গল্প’ (৭ লাখ), রাগিব রাইহান পিয়ালের ‘শেষ ঘুম’ (৬ লাখ), পথিক সাধনের ‘প্রণয়’ (১৬ লাখ) প্রভৃতি।