রাজধানীতে মানুষের যাতায়াত সহজ করতে বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেল সোমবার যান্ত্রিক ক্রটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকলো। এদিন সকাল ৮টায় রেল চালুর কিছুক্ষণ আগে ত্রুটি ধরা পড়ে। তবে কিছুক্ষণের মধ্যে তা মেরামত করে আবারও চালু করা হয় মেট্রোরেল।
এমআরটি লাইন-৬ এর জিএম অপারেশন মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইফতেখার হোসেন জানান, প্রতি রাতে মেট্রোরেল বন্ধের সময় এবং সকালে চালুর সময় পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়। গতরাতেও করা হয়েছিলো। তখন সবকিছু ঠিকঠাক ছিলো। সকালে চালুর আগে পরীক্ষার সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এই কারণে রেল কিছুক্ষণ বন্ধ ছিলো। তবে ত্রুটি ঠিক করে দ্রুত রেল চালু করা হয়।
তিনি আরও বলেন, এটা বড় কোন ত্রুটি ছিলো না। মেট্রোরেল যেহেতু বিদ্যুতে চলে তাই এরকম ছোটখাট যান্ত্রিক ত্রুটি হতেই পারে।
এদিকে সকালে মেট্রোলে বন্ধ থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। অনেককেই স্টেশনে রেলের অপেক্ষায় থাকতে দেখা যায়।গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে চলছে ট্রেন। ধাপে ধাপে এ অংশের ৯টি স্টেশন চালু হয়েছে। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
এরিমধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। পরীক্ষামূলক এই যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এসব পরীক্ষা-নিরীক্ষা চলবে। অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি-৬ লাইনের আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।
এর আগে ২০১২ সালের জুলাই মাসে মেট্রোরেল প্রকল্প গ্রহণ করা হয়। এটি বাস্তবায়নের প্রাথমিক মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। যদিও পরে মেয়াদ বাড়ানো হয়। মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
২০১৭ সালের ৩ আগস্ট মেট্রোরেল প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন করেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সামনের সড়কে এর উদ্বোধন করা হয়। শুরুতে ওবায়দুল কাদের মেট্রোরেলের মূল কাজের ফলক উন্মোচন করেন। এরপর নিজেই চেপে বসেন পাইলিং মেশিনে।