ঢাকারবিবার , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার, স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বহুল আলোচিত-সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের যে সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই আইনের বিধানগুলো যেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়।

সোমবার প্রেস বিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করতে যাচ্ছে। আইনটি প্রয়োগ নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছে। এ সম্পর্কে কোনো মূল্যায়ন আছে কি না এবং যুক্তরাষ্ট্র কী ভাবছে?

জবাবে মিলার বলেন, বাংলাদেশের মন্ত্রিসভা ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এটিকে আমরা স্বাগত জানাই। আমরা আগেও বলেছি, ডিজিটাল নিরাপত্তা আইনটি গ্রেপ্তার, আটক ও সমালোচককে দমাতে ব্যবহার করা হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকারের দীর্ঘদিনের আইন সংস্কারের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি যেন সব অংশীদারকে নতুন খসড়া সাইবার সিকিউরিটি আইন পর্যালোচনা করার সুযোগ দেওয়া যায় এবং এর বিধানগুলো যেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়।

সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এ আইন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিতর্কিত ধারাগুলো সংশোধন করে সন্নিবেশিত হবে সাইবার নিরাপত্তা আইনে।’