ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে টাইগারদের অনুশীলনে সাংবাদিকদের ‘প্রবেশ নিষেধ’

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সকল জল্পনা-কল্পনা শেষে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বোরবার থেকেই পুরোদমে অনুশীলন শুরু করবে টাইগাররা। প্রস্তুতি ক্যাম্প চলবে ২৫ আগস্ট পর্যন্ত। অনুশীলন সামনে রেখে গণমাধ্যমের জন্য নিয়ম বেঁধে দিয়েছে বিসিবি।

এই ক্যাম্পে চারদিন অনুশীলন কাভার করতে পারবে না কোনো সংবাদমাধ্যম। শনিবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়েছে, ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। এই কয়দিন ফটো সাংবাদিক ও ক্যামেরাপারসনরা ১৫ মিনিটের জন্য দলের অনুশীলনের ছবি ও ভিডিও নিতে পারবেন।

এই কয়দিন মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ বন্ধ থাকবে। জাতীয় দলের প্রস্তুতির স্বার্থে এই নিয়ম মানার অনুরোধ করেছে বিসিবি

পাকিস্তান আয়োজক হলেও এবারের এশিয়া কাপের বেশ কয়েকটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়ও। বাংলাদেশও এই দ্বীপরাষ্ট্রের মাটিতে ম্যাচ খেলবে। ৩০ আগস্ট এশিয়া কাপ শুরুর আগে ২৬ আগস্ট বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিমান ধরবে। গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুটি দেশে -শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে প্রথম ম্যাচ খেলার পর লাহোরে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচ দুটির মাঝে বাংলাদেশ সময় পাবে মাত্র দুইদিন। তাই তার আগেই প্রস্তুতিটা সেরে নিতে চায় টাইগাররা।

এশিয়া কাপের আগে অধিনায়ক বদলেছে টাইগারদের। ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করা অধিনায়ক তামিম ইকবাল স্থায়ীভাবেই ছেড়ে দিয়েছেন অধিনায়কত্ব। এশিয়া কাপের পাশাপাশি ভারতের মাটিতেও ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। ২০১১ সালে ভারত-বাংলাদেশে আয়োজিত বিশ্বকাপেও সাকিব নেতৃত্ব দিয়েছিলেন টাইগারদের।