ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মুজিব: সিনেমার পর যদি মরেও যাই আক্ষেপ থাকবে না’

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৪, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুক্তির অনুমতি মিলেছে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর। অভিনেতা আরিফিন শুভ বলেন, এ সিনেমায় অভিনয়ের পর যদি আর কোনো সিনেমা না করা হয় কিংবা মরেও যাই কোনো আক্ষেপ থাকবে না।

সিনেমা নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে এ নায়ক বলেন, ‘আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি, যিনি লড়াই-সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। আর এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা করতে না পারি, তাতেও কোনো আক্ষেপ থাকবে না।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জীবনীচিত্রটি (বায়োপিক) নির্মিত হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। ছবিটির পরিচালক ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়।

বাংলাদেশে সিনেমাটি ছাড়পত্র পেলেও ছবিটির ভারতে সেন্সর ছাড়পত্রের বিষয়টি প্রক্রিয়াধীন। সেখানে ছাড়পত্র পেলেই জানানো হবে মুক্তির চূড়ান্ত তারিখ।

অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে এই ঐতিহাসিক সিনেমাটি বাংলায় রূপায়িত হয় আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে। এতে প্রায় দেড়শ চরিত্রের মধ্যে বাংলাদেশের শতাধিক শিল্পী অভিনয় করেছেন।

ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। আর শেখ হাসিনা চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে।

এ ছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, সায়েম সামাদ, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, প্রার্থনা দীঘিসহ শতাধিক শিল্পী।