রাশিয়ার প্রতি বিশ্বাসঘাতকদের’ দায়ী করল ওয়াগনার গ্রুপ
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এক বিমান দুর্ঘটনায় দেশটির বেসরকারি সামরিক গ্রুপ ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন নিহত হয়েছেন বলে বিভিন্ন রুশ গণমাধ্যম খবর দিয়েছে।
রাশিয়ার আরটি নিউজ চ্যানেল বলেছে, রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ-গামী একটি ব্যক্তিগত জেট বুধবার রাশিয়ার টিভের অঞ্চলে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির ১০ আরোহীর কেউ বেঁচে নেই। বিমানটির সাত যাত্রী ও তিন ক্রুর মধ্যে প্রিগোঝিনের নামও রয়েছে।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা রিয়া নোভোস্তি বলেছে, ওই বিমান দুর্ঘটনায় প্রিগোঝিন নিহত হয়েছেন। ওয়াগনার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল তাদের নেতা প্রিগোঝিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
টেলিগ্রামের গ্রে জোন চ্যানেল এক ঘোষণায় বলেছে, “ওয়াগনার গ্রুপের প্রধান, রাশিয়ার একজন বীর, একজন প্রকৃত মাতৃভূমি প্রেমিক ইয়েভগেনি ভিক্তোরোভি প্রিগোঝিন রাশিয়ার প্রতি বিশ্বাসঘাতকদের তৎপরতায় নিহত হয়েছেন।”
এর আগে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “বেসরকারি ‘এমব্রায়ের লিগ্যাসি’ কোম্পানির একটি বিমান মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে টিভের অঞ্চলে কুঝেঙ্কিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটির তিনজন ক্রুসহ ১০ আরোহীর সবাই নিহত হয়েছে। আরোহীদের মধ্যে ওয়াগনার গ্রুপ প্রাইভেট মিলিটারি কোম্পানি বা পিএমসি নেতা ইয়েভগেনি প্রিগোঝিনের নাম রয়েছে।”
রাশিয়ার বিমান চলাচল বিষয়ক ফেডারেল সংস্থা বলেছে, ওই বিমান দুর্ঘটনার ব্যাপারে একটি তদন্ত শুরু করা হয়েছে।
ইয়েভগেনি প্রিগোঝিন গত জুন মাসে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে একটি স্বল্প-কালীন বিদ্রোহ করেছিলেন। ওয়াগনার প্রধান তার সেনাদেরকে মস্কোয় ফিরিয়ে আনতে সম্মত হলে ওই বিদ্রোহ ২৪ ঘণ্টারও কম সময় স্থায়ী হয়।
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কোর সঙ্গে এক চুক্তি অনুযায়ী, প্রিগোঝিনের বিরুদ্ধে আনা একটি ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়। পরবর্তীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রিগোঝিন সাক্ষাৎ করেছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যদিও সে খবরের কোনো ছবি কখনও দেখা যায়নি।
সুত্রঃ পার্সটুডে