ঢাকাশুক্রবার , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন পরিষদ নির্বাচন ও দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ও দুর্গাপূজা সামনে রেখে সারা দেশে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলেছে পুলিশ সদর দফতর। যেসব এলাকায় ইউপি নির্বাচন হবে ওইসব জেলার এসপিদের বিশেষ সতর্কতার পাশাপাশি গ্রাম, পাড়া-মহল্লায় টহল ও তল্লাশি বাড়াতে বলা হয়েছে। এদিকে আসন্ন দুর্গাপূজার সময় পূজামন্ডপসহ সামগ্রিক নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা ডাকা হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি ও হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ওই সভার পর পুলিশ সদর দফতর আলাদা সভা করে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বিষয়ে প্রয়োজনীয়

পরিকল্পনা চূড়ান্ত করবে। জানা গেছে, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে নির্বাচনের তফসিল গতকাল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহেই তৃতীয় ধাপে নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছে কমিশন। যেসব এলাকায় ইউপি নির্বাচন হবে সেখানে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আধিপত্য বিস্তার, হামলা-পাল্টা হামলা, দাঙ্গা-হাঙ্গামাসহ সন্ত্রাসী কর্মকান্ড ও কেন্দ্র দখলের মতো অপরাধ ঘটতে পারে। এই আশঙ্কায় সম্প্রতি পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি বলেন, ‘কয়েক দিন পরই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তাই এখন থেকেই এ বিষয়ে প্রস্তুতি নিতে হবে। সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়। এ বিষয় পুলিশ সদর দফতরের ডিআইজি (অপরারেশন ও প্লানিং) মো. হায়দার আলী খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘স্থানীয় পরিস্থিতির ওপর নির্ভর করে ইউপি নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়। মাঠ পুলিশকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা সদস্যের একটি চাহিদা দেওয়া হয়। এর বাইরে পুলিশের একটি নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা থাকে। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ও ঝুঁকির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকলে সেগুলো আমলে নিয়ে মাঠ পর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়।’ তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদে সহিংসতার বিষয়টি নির্ভর করে প্রার্থীদের আচরণের ওপর। আমরা সার্বিক বিষয়ে সতর্ক আছি। পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার সদস্যরাও নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত থাকেন।’ এদিকে ১১ অক্টোবর সারা দেশে শুরু হবে সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবার ৩০ হাজারের বেশি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজামন্ডপসহ হিন্দু ধর্মের অনুসারীদের এই ধর্মীয় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এবার দুর্গাপূজায় বড় ধরনের কোনো হুমকি নেই।