ঢাকাবৃহস্পতিবার , ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কেমব্রিজে পড়াবেন বাংলাদেশের তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২১ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াবেন বাংলাদেশের তরুণ চিকিৎসক তাসনিম জারা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সুপাইরভাইজার (আন্ডারগ্রাজুয়েট) হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের এই তরুণ চিকিৎসক। 

সম্প্রতি নিজের ফেসবুকে বিষয়টি জানিয়েছেন তাসনিম জারা নিজেই। তিনি বলেন, ‘আমি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সুপাইরভাইজার (আন্ডারগ্রাজুয়েট) হিসেবে যোগ দিয়েছি। সহজ কথায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম, ও ষষ্ঠ বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের পড়ানোর দায়িত্ব নিয়েছি।’

তাসনিম জারা বলেন, ‘এই নতুন দায়িত্বে শুরুর দিকের ব্যস্ততা একটু বেশি। সাথে ডাক্তারিতো রয়েছেই। সব কিছু মিলিয়ে গত দুই মাসে খুব অল্প সংখ্যক ভিডিও তৈরি করা সম্ভব হয়েছে। আপনাদের প্রশ্নগুলোরও খুব অল্প উত্তর দিতে পেরেছি। এই সময়ে ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি আগামী মাস গুলোতে আরও বেশি ভিডিও বানাতে ও আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে।’ 

তাসনিম যারা সোশ্যাল মিডিয়ার ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমে বেশ জনপ্রিয়। তিনি চিকিৎসা বিষয়ক বিভিন্ন পরামর্শ সম্পর্কিত ভিডিও নির্মাণ করেন, যা বিপুল পরিমাণ মানুষ দেখ্যে থাকেন ও তাদের অভিমত শেয়ার করেন। 

বিভিন্ন হাসপাতালে সরাসরি কাজের অভিজ্ঞতার আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাভাষীদের জন্য চিকিৎসা-বিষয়ক কন্টেন্ট নির্মাণ। বাংলাদেশি চিকিৎসক তাসনিম জারাকে ‘ভ্যাক্সিন লুমিনারি’ হিসেবেও স্বীকৃতি দিয়েছে ব্রিটিশ সরকার।

ডা. তাসনিম জারা ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়েছেন।