ঢাকাসোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ দলে থাকা সবাইকে তামিমের অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
সেপ্টেম্বর ৯, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ।। সবকিছু স্বাভাবিক থাকলে বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াডে এক নম্বর নামটাই হতো দেশসেরা ওপেনার তামিম ইকবালের। বিশ্বকাপের সব ম্যাচে তিনিই ইনিংস সূচনা করতেন বাংলাদেশের হয়ে।

কিন্তু সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলার মধ্যে না থাকায় তামিম নিজেই বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে বৃহস্পতিবার দুপুরের পর তাকে ছাড়াই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড।

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সাজানো হয়েছে বিশ্বকাপ দল। নিজে দলে না থাকলেও, দলের সবার প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে ভোলেননি তামিম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘যারা বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছে তাদের সবাইকে অভিনন্দন। পুরো দলের জন্য আমার শুভকামনা।’

এদিকে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও জানিয়েছেন, স্কোয়াড বাছাইয়ের সময় তারা তামিমকে মিস করেছেন। নান্নুর ভাষ্য, ‘তামিম তিন ফরম্যাটেই আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। আমরাও আশায় ছিলাম তামিম সুস্থ হয়ে দলে ফিরবে। আমরা অতি অবশ্যই তামিমকে মিস করেছি। আমার মনে হয় মাঠেও তামিমের অভাব অনুভূত হবে।’

তবে প্রধান নির্বাচক মনে করেন, তামিম না থাকাটা অন্যদের জন্য একটা বড় সুযোগ। তার ভাষায়, ‘তামিমের বদলে যে বা যারা খেলবে তাদের জন্য এটা হবে এক বড় প্লাটফর্ম। আশা করি তারা সেটা কাজে লাগাবে। তাহলে দলের ও ঐ ক্রিকেটারের জন্যই মঙ্গল হবে।’