দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৭ জনে।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১৭ জনের মধ্যে ৫৮ জন ঢাকার বাইরে এবং বাকি ২৫৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২৪৫ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৭৫ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৭০ জন রোগী ভর্তি আছেন।
এছাড়া, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৭০৮ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন।
চলতি মাসে এ পর্যন্ত মোট ২ হাজার ৬৫১ জনের ডেঙ্গু শনাক্ত হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে সাত হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।