নভেম্বরে হিমালয়ের পাদদেশে এখনো উপমহাদেশীয় উচ্চচাপ কুয়াশা বলয় সৃষ্টি হয়নি। তাই মাঝ ডিসেম্বরের আগে শীতের তীব্রতা দেখা যাবে না। আবহাওয়া অফিস বলছে, ৩ সপ্তাহ পর নেপাল ও ভারত হয়ে কুয়াশা বলয় বাংলাদেশে আসতে পারে। তখন শুরু হবে শৈত্যপ্রবাহ।
ডিসেম্বরে হিমালয় কন্যা নেপালের তরাই উপত্যকা ও তার পাশ্ববর্তী এলাকায় ঘনকুয়াশা সৃষ্টি হয়। যা উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাসের সাথে প্রবেশ করে বাংলাদেশে। এতেই তাপমাত্রা কমতে থাকে। বাড়তে থাকে শীতের তীব্রতা।
এ সময় নেপাল, বিহার, পশ্চািমবঙ্গ ও বাংলাদেশের উত্তরে দেখা দেয় ঘনকুয়াশা। যা স্থায়ী হয় কয়েক দিন। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় একে বলে উপমহাদেশী উচ্চচাপ কুয়াশা বলয়।
তবে নভেম্বরে হিমালয়ের পাদদেশে এখনো এমন কোনো কুয়াশা বলয় সৃষ্টি হয়নি।
আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন তামিলনাড়ুতে অবস্থান করছে। তাই আগামী কয়েক দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চর আকাশ মেঘলা থাকতে পারে। এতে তৈরি হবে শীতের আমেজ।
তেঁতুলিয়ায় টানা কয়েকদিন ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা অবস্থান করছে। তবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভবানা নেই।
নভেম্বরে বৃষ্টি বা শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।